উত্তরদিনাজপুর

পৌরসভার উদ্যোগে বায়োটয়লেট বা ভ্রাম্যমাণ শৌচালয় পরিষেবা চালু হল রায়গঞ্জে

 পৌরসভার উদ্যোগে বায়োটয়লেট বা ভ্রাম্যমাণ শৌচালয় পরিষেবা চালু হল রায়গঞ্জে।  পৌর প্রশাসক অমল আচার্য এই পরিষেবার উদ্বোধন করেন।
অমলবাবু বলেন, পৌরসভার তরফে চারটি মোবাইল টয়লেট ভ্যানের অর্ডার দেওয়া হয়েছিল। কিন্তু, এখনও পর্যন্ত দুটি ভ্যান এসেছে। রেল স্টেশন ও হাসপাতালের সামনে এই ভ্যান দুটি বসানো হবে। তিনি আরও বলেন, প্রতিদিন রায়গঞ্জ শহরে স্থানীয় বাসিন্দারা ছাড়াও অনেকে নানা কাজে শহরে আসেন। তাদের সুবিধায় বিশেষ করে মহিলাদের কথা ভেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল। প্রাথমিকভাবে বেশ কিছুদিন কোন পয়সা  ছাড়া এই ভ্রাম্যমাণ শৌচালয়টি ব্যবহার করতে পারবেন। তবে, কিছুদিন পরে নব নির্বাচিত পৌর বোর্ড সর্বসম্মতভাবে সামান্য কিছু মূল্য ধার্য করতে পারে এই পরিষেবার জন্য।